পোস্টগুলি

কওমি মাদ্রাসায় কেন পড়বো

إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ ۚ-- "নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছন।" আল্লাহ বাস্তুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার তাজেদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায়ে আমেনা রহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, মুরাদুল মুস্তাকীন, হাদিয়ে সুবুল, সাইয়েদে উলদে আদম, মুহাম্মাদে আরবী মক্কী, মাদানী, হাশেমী, মুত্তালবী (সা.) এর খেদমতে লাখো কোটি দরুদ ও সালাম এর হাদিয়া, যার আদর্শ আর তরীকার মধ্যে রয়েছে মানব জাতীর জন্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতা। আমি আপনাদের খেদমতে সূরা তাওবার ১১১ নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আল্লাহ পাক যতদুর বলার তৌফিক দান করেন, ততটুকু বলা কুরআন শরীফের প্রতিটা আয়াত প্রতিটা সুরা নাফিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যাকে বলা হয় শানে নুফুল, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কখন কোন জায়গায়, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে সেই আলোচনায় আজকে করব। নবীজি নবুওয়াত প্রাপ্ত হওয়...

সকাল-সন্ধ্যার মা'মুলাত ।

-: ভূমিকা :- মানবজাতি বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে আছে। যেমন শারীরিক সমস্যা বিভিন্ন শারীরিক রোগ, বালা মুসিবত, অর্থনৈতিক সমস্যা ,অস্বচ্ছলতা, পেরেশানি শত্রু শত্রুতা অনিষ্ঠতা । এবং নফসের সমস্যার কারণে চাইলেও পাপ হতে বের হয়ে না আসতে পারা।  এ সকল সমস্যা হতে মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশিত কিছু আমলের মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব। ইনশাআল্লাহ আমল কারী অবশ্যই  ফলাফল প্রকাশিত দেখতে পাবে। যা প্রতিদিন ফজর এবং মাগরিবের পর আমল করতে হবে।  ১ নং ওযীফাঃ সুরা হাশরের শেষ তিন আয়াতের আমলঃ হযরত মা'কিল বিন ইয়াছার (রাঃ) থেকে বর্ণিত রাসুলে কারীম (সাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলায় 'আউযুবিল্লাহিসসামী-ইল আলীমি মিনাশ শায়ত্ব-নির রাজীম, তিনবার পড়ে সুরা হাশরের শেষ তিন আয়াত একবার পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন, যারা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর ঐদিনে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সে শহীদী মৃত্যু লাভ করবে।  কেউ যদি সন্ধ্যা বেলায় একই নিয়মে ঐ আমল করে তাহলে সেও উক্ত ফযীলতের অধিকারী হবে।...