কওমি মাদ্রাসায় কেন পড়বো
إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ ۚ-- "নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছন।" আল্লাহ বাস্তুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার তাজেদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায়ে আমেনা রহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, মুরাদুল মুস্তাকীন, হাদিয়ে সুবুল, সাইয়েদে উলদে আদম, মুহাম্মাদে আরবী মক্কী, মাদানী, হাশেমী, মুত্তালবী (সা.) এর খেদমতে লাখো কোটি দরুদ ও সালাম এর হাদিয়া, যার আদর্শ আর তরীকার মধ্যে রয়েছে মানব জাতীর জন্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতা। আমি আপনাদের খেদমতে সূরা তাওবার ১১১ নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আল্লাহ পাক যতদুর বলার তৌফিক দান করেন, ততটুকু বলা কুরআন শরীফের প্রতিটা আয়াত প্রতিটা সুরা নাফিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যাকে বলা হয় শানে নুফুল, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কখন কোন জায়গায়, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে সেই আলোচনায় আজকে করব। নবীজি নবুওয়াত প্রাপ্ত হওয়...